বিশেষ প্রতিনিধি :
‘যেখানে জবাবদিহীতা থাকেনা, সেখানে কোন দ্বায়িত্বও থাকেনা ’ এই বিষয়ের আলোকে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার বার্ষিক কর্মসম্পাদনা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেরা নিবার্হী কর্মকতার্দের ২০২২-২৩ অর্থ বছরে কর্মসম্পাদনা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, চুনারুঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, বনিয়াচং উপজেলা নিবার্হী কর্মকর্তা পদ্নাসন সিংহ, বাহুবল উপজেলা নিবার্হী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, মোঃ শরীফ উদ্দিন ও আজমিরীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী।