স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং তঁার সহধর্মীনি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার পবিত্র হজব্রত পালনের জন্য সৌদিআরবে গিয়েছেন।
তঁারা রোববার সন্ধ্যায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদিআরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর ব্যক্তিগত সহকারি সুদীপ দাশ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সন্ধ্যায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দঁাড়ানো অবস্থায় এমপি আবু জাহির একটি ছবি তঁার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন। এতে তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
এমপি আবু জাহির এবং আলেয়া আক্তার আগামী ১৮ জুলাই বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটেই দেশে ফিরবেন বলে জানা গেছে।