শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দেহ বিহীন একটি মাথা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলার ঐতিহ্যবাহী দাউদনগর বন্দেগী শাহ সৈয়দ দাউদ ( রহঃ) ও বন্দেগী সৈয়দ মহিব উল্লা ( রহঃ) মাজারের গজার মাছের পুকুরে পুরুষের দেহবিহীন মাথা পানিতে ভেসে উঠে ।
স্থানীয় লোকজন পুলিশ কে জানায়। খরব পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহবিহীন মাথা উদ্ধার করে। দেহবিহীন মাথা দেখার জন্য এলাকার শতশত মানুষ পুকুর পাড়ে পড়া ভিড় জমায়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন মাজারের পুকুর থেকে দেহবিহীন মাথা উদ্ধার করা হয়েছে।
তবে পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড । মাথা বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । দেহবিহীন মাথা দেখার জন্য এলাকার শতশত নারী- পুরুষ মাছের পুকুর পাড়ে উপচে পড়া ভিড় । দেহবিহীন মাথা হবিগঞ্জ পৌর এলাকার জঙ্গল বহুলা গ্রামের মৃত মারফত উল্লা ছেলে ট্রাক্টর শ্রমিক কদর আলী ( ৪৫) মাথা বিহীন লাশ পরিচয় পাওয়া গিয়াছে । গত শনিবার সকালে স্হানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে ওই জবাই করা দেহ বডি লাশ জঙ্গল বহুলা খোয়াই নদীর পাড়ে থাকা মাথা বিহীন লাশ উদ্ধার করে । কিন্তু মাথা খোঁজে বের করতে নদীতে ডুবুরি দিয়ে অনেক খুঁজা খুঁজি করে পায় নি ।
হবিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা মৃত কদর আলী চাচাতো ভাই ছুরত আলী সহ পরিবারের সকল সদস্যকে খবর দেওয়ার পর সকাল ৯টায় পরিবারের সকল সদস্যরা শায়েস্তাগঞ্জ দাউদনগরে মাছের ঘাট পুকুরে আসে ।
এসময় মৃত কদর আলী চাচাতো ভাই ছুরত আলী ,, মৃত ব্যক্তি স্ত্রী, বোনরা দেখে সনাক্ত করে পরিচয় পায় এবং থানা পুলিশকে অবগত করে । ওসি গোলাম মর্তুজা জানান , গত শনিবার লাশের মাথা বিহীন দেহ পাওয়া যায় কিন্তু মাথা পাওয়া যায় নি । তবে তারা বিষয়টি রহস্য উদঘাটনসহ জড়িতদের ধরতে কাজ করছেন ।
শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব একদল পুলিশ নিয়ে পুকুরের পানি থেকে দেহবিহীন মাথা উওোলন করে মাথার সুরাত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তে জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয় ।