নবীগঞ্জ প্রতিনিধি :
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী।
২ জুলাই (শনিবার) দিনব্যাপী নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ৭’শ প্যাকেট শুকনো খাবার ও শিশু খাদ্য বিতরণ করেন তিনি। নবীগঞ্জ সরকারী কলেজ, ৭নং করগাঁও ইউপির আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়, ১নং বড় ভাকৈর ইউপির এসএমপি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এ খাবার বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, ৭নং করগাঁও ইউপির চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ১নং ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাশ, নবীগঞ্জ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অঞ্জন রায়, আওয়ামীলীগ নেতা দুলাল মিয়া, পৌর আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, উপজেলা যুবলীগ নেতা দিপেন্দর, পিকলু চৌধুরী, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান ও বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় তিনি বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান।