নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলওয়ের ভূমি দখল করে গড়ে তোলা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের পৌরমার্কেট সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ঢাকা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফি উল্লাহ।
শনিবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান এই অভিযানে অর্ধ শতাধিক আধপাকা ও কাচা স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রেলওয়ের জমি দখল করে স্থাপনা নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ জানান, রেলওয়ে ভূমি দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশীদ সহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।