নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বড়াকোনা গ্রামের কৃষ্ণ নাথ (৪৫) নামের এক ব্যক্তিকে স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষিকাকে উত্তোক্ত ও শ্লীলতাহানির দায়ে গত বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
সাজাপ্রাপ্ত কৃষ্ণ নাথ ওই গ্রামের উদয় নাথের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকাকে রাস্তা-ঘাটে উত্তোক্ত ও ইভটিজিং করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার ওই ইউনিয়নের ভরপুর ব্র্যাক স্কুলের শিক্ষিকা বড়াকোনা গ্রামের সুভাষ দেবের মেয়ে পুর্নীমা দেবকে দীর্ঘ ২/৩ মাস ধরে একই গ্রামের উদয় নাথের ছেলে কৃষ্ণ নাথ (৪৫) স্কুলে আসা যাওয়ার পথে উত্তোক্ত ও ইভটিজিং করে আসছিল।
গত বুধবার বিকালে ওই শিক্ষিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে লম্পট কৃষ্ণ নাথ পথরোধ করিয়া তাকে শ্লীলতাহানির চেষ্টাকালে স্থানীয় লোকজন ছুটে এসে তার ইজ্জত রক্ষা করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ বড়াকোনা গ্রাম থেকে কৃষ্ণ নাথকে গ্রেফতার করে।
পরে রাত সাড়ে ৮ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন এর আদালতে হাজির করলে আদালত স্বাক্ষ প্রমান এবং গ্রেফতারকৃত কৃষ্ণ নাথের স্বীকারোক্তির ভিত্তিতে দঃবিঃ ১৮৬০ আইনের ৫০৯ ধারা মোতাবেক আসামীর বয়সের দিক বিবেচনা ও ভবিষ্যতে সংশোধন হওয়ার দিক বিবেচনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।