বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ে এস,এস,সি -৯৭ ব্যাচের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই/২২)লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর, মুকসুদপুর, মিরপুর, মাদনা গ্রামের বন্যায় কবলিত ১২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ) শৈলেন চাকমা,থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত) চম্পক দাম,বুল্লা ইউনিয়ন বীট পুলিশের বীট অফিসার উপ- পরিদর্শক ( এস,আই) সোহাগ ফকির সহ পুলিশ সদস্যবৃন্দ।