বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে নিয়েছে একদল সংবদ্ধ চোর। এতে করে ২৪ঘন্টা বিশেষায়িত ডেলিভারীর হাসপাতালে আসা মায়েরা পড়েছেন ভোগান্তিতে।
বুধবার দিবাগত রাতে সংবদ্ধ চোরের দল ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে যায়। একই রাতে মোড়াকরি মাহফুজ মিয়ার ব্রিক ফিল্ড থেকে বিদ্যুতের লাইন ও বেকিটেকা এলাকায় রবি মোবাইল কোম্পানীর টাওয়ার থেকে আরেকটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটক ব্যাক্তি উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের সামছু মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুতের উপসহকারী ব্যবস্থাপক ইশমাত কামাল।
তিনি জানান, বুধবার রাতের কোন এক সময় সংবদ্ধ চোরের দল ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে যায়। এই ট্রান্সফরমার থেকে আরো ১০/১২বাড়ির বিদুৎ সংযোগ ছিল। বিষয়টি আমি পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকতার্কে অবগত করেছি।
এদিকে জানা যায়, একই রাতে মাহফুজ মিয়ার ব্রিক ফিল্ডে বিদ্যুতের লাইন চুরি করার সময় স্থানীয়রা একজনকে হাতে নাতে আটক করে। পরে আটক ব্যাক্তিকে থানায় সোপর্দ করা হয়। আটক সামছু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া মালামাল বুল্লা বাজারের একটি ভাঙ্গারীর দোকান থেকে উদ্ধার করা হয়।
লাখাই খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, সামছু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে, বাকীদের আটকের জন্য অভিযান চলছে।