সৈয়দ শাহান শাহ পীর :
শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং – শাহজীবাজারের বাঁশের হাটে গরুর হাট, বিড়ম্বনা চরম আকার ধারণ করেছে।
জানা যায় , উক্ত উপজেলার সুতাং – শাহজীবাজারটি একটি ঐতিহ্যবাহী – প্রসিদ্ধ বাজার। আর উক্ত বাজারটি দৈনন্দিন সাংসারিক জীবনের সবকিছুরই চাহিদা মেটাতে সক্ষম। কিন্তু বাজারটি উন্নয়নের দিকে অবহেলিত।
উল্লেখ্য , আসন্ন ঈদুল আজহা – কুরবানির গরুর হাট উক্ত বাজারে সংকুলান না হওয়ার কারণে গরুর হাটটি বাঁশের হাটে প্রতিবছরই ঈদুল আজহার উপলক্ষে গরুর হাট বাঁশের হাটে বসে।
ফলে গাদাগাদি করে বাঁশের হাটের ক্রেতা-বিক্রেতা এবং গরুর হাটের ক্রেতা-বিক্রেতাদের বিড়ম্বনা যেন চরম আকার ধারণ করে।
অন্যদিকে বর্তমানে উক্ত হাটের স্থানটি বর্ষা এবং বৃষ্টির পানিতে খানাখন্দের সৃষ্টি হওয়ায় বিড়ম্বনা আরও অধিক মাত্রায় বেড়ে গেছে। এ নিয়ে উভয় পক্ষের ব্যবসায়ীই মাথায় হাত ভোলাচ্ছেন। আগামী রবিবার এবং বুধবারসহ ২/৩টি বিরাট গরুর হাট বসবে।
তাই এব্যপারে ব্যবসায়ীসহ বাজার এলাকাবাসী মনে করছেন , বর্তমানে যদি একত্রিত এ দুটি বাজারের প্রয়োজনী ব্যবস্থা নিতে না পারেন ভবিষ্যতে উক্ত স্থানটির প্রয়োজনী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছেন।