স্পোর্টস ডেস্ক : আগামী বছর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ও ভারত। একই বছর অস্ট্রলিয়া ও দক্ষিণ আফ্রিকাও আসবে বাংলাদেশ সফরে। সব মিলিয়ে ২০১৫ সালে অনেক ব্যস্ত থাকবেন মুশফিক-মাশরাফিরা।
আগামী বছরের এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে পাকিস্তান। এরপর জুন মাসে আসবে ভারত। অস্ট্রেলিয়া আসবে আগস্ট মাসে।
অস্ট্রলিয়া সিরিজের পর বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তারা আসবে অক্টোবর মাসে।
এর মধ্যে ভারত ছাড়া বাকি সবগুলো দল বাংলাদেশ সফরে আসবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। ভারত আসবে কেবল একটি টেস্ট ম্যাচ খেলতে।
সম্প্রতি এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।