বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার এস,এম,মুরাদ আলীর পক্ষে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর, মুড়িয়াউক ও সাতাউক গ্রামের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার (২৯ জুন) বিকাল ৩ টার দিকে বন্যাকবলিত গ্রামগুলোর বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) শৈলেন চাকমা,লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ও সি) সাইদুল ইসলাম,পুলিশ পরিদর্শক ( তদন্ত) চম্পক দাম,পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) ও মুড়িয়াউক বীট পুলিশের বীট অফিসার মিজানুল হক,এস, আই ফজলে রাব্বী,এ,এস,আই ইলিয়াছ,সিনিয়র সাংবাদিক এম,এ,ওয়াহেদ, লাখাই প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়।
ত্রান বিতরণকালে ১৫০ জনের মাঝে ১৪ রকম খাদ্য সম্বলিত প্যাকেট বিতরণ করা হয়।