মোঃ আবদুল হক রেনু,শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ তাজ বাসের সুপার ভাইজার মোঃ জামাল মিয়া(৩২) আর নেই। তিনি মঙ্গলবার ২৮ জুন সকাল সাড়ে১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মৃুত্যু কালে তিনি ২ ভাই,৩ বোন, ৩কন্য,১পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।তার জানাযার নামায মঙ্গলবার সন্ধা ৬টায় কাছিশাইল দিঘিরপাড় ময়দানে অনুষ্টিত হয়।
জানাযার নামাযে শতশত মুসল্লিগণ উপস্থিত ছিলেন। তিনি উবাহাটা গ্রামের মৃত দুধন মিয়ার ৩য় পুত্র। তার পরিবারে চলছে শোকের মাতম। জানাযার শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।