নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ের বন্যা দূর্গত এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া মানুষের জন্য শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার, হবিগঞ্জের পক্ষ থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
উক্ত কার্যক্রমে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমীর প্রধান শিক্ষক মো. নূরুল হক, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মন্নান, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবিদুর রহমান স্যার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে আর্থিক সহায়তা বিতরণ করেন।
জানা যায়, আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ের প্রায় আড়াইশত পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, শায়েস্তাগঞ্জ উপজেলার প্রায় সবগুলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের কাছ থেকে ফান্ড কালেকশন করে অসহায়দের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।