নিজস্ব প্রতিবেদক :
পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শায়েস্তাগঞ্জ থানার উদ্যোগে শায়েস্তাগঞ্জ শহরে এক আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
২৫ জুন শনিবার বিকাল ৫ ঘটিকায় এ আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
আনন্দ শোভাযাত্রায় স্লোগানে স্লোগানে মুখরিত হয়। আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল , ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, সাবেক জেলা সদস্য আব্দুল্লাহ সরদার,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ শফিক মিয়া, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুক, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খান, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসহাক আলী সেবন,আব্দুল লতিফ সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
একই সাথে শায়েস্তাগঞ্জ থিয়েটার বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বপ্নের সেতু, শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর আজ শুভ উদ্বোধন উপলক্ষে, স্বপ্ন নাটকটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ২’৩০ মিনিটে ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে বেলা ৪ ঘটিকায় শিক্ষার্থীদের সামনে নাটকের প্রদর্শনী করে।
উৎসবমুখর পরিবেশে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্দার মাঝে দেখানো হয় ।