নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের শাখা বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয় বিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
শনিবার(২৫ জুন) দুপুরে শাখা বরাক নদীতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তাৎক্ষণিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-
বাহুবল সার্কেলের এএসপি আবুল খায়ের চৌধুরী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের কোন পরিচয় সনাক্ত করা যায়নি। তবে এ ব্যাপারে নবীগঞ্জ-বাহুবলের সার্কেলের এএসপি আবুল খায়ের চৌধুরী জানান, মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য হবিগঞ্জ জেলা সদর থেকে পিবিআই এর একটি টিম কাজ করছে। ময়না তদন্ত রিপোর্টে ও তদন্তের পর বিস্তারিত বলা যাবে।