বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এম.কে.ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত ভুয়া ডাক্তার জাফরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টায় সহাকরী কমিশনার রিফাত আনজুম পিয়া তাকে আটক করে থানায় হস্তান্তর করেন।
জানা যায়, তাকে গ্রেফতারের জন্য হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রমাণ সংগ্রহ করছিলো।
জাফরুল হাসান এতদিন ধরে অন্য একজন চিকিৎসক এর নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে আসছিলেন।
বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার A-৮৮০০২ ধারী প্রকৃত একজন এমবিবিএস চিকিৎসক যার নাম মোঃ তামিম। তামিমের সাথে জাফরুল তার নিজের চেহারার মিল থাকায় নাম ব্যবহার করে নিজেকে ডাঃ মোঃ তামিম পরিচয় দেন এবং রোগীদের চিকিৎসাপত্র দিয়ে আসছিলেন।
জাফরুল হাসানের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। তিনি টাঙ্গাইলের প্রফেসর সোহরাব উদ্দিন আইএমটি এন্ড ম্যাট্স থেকে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।
প্রতারকের বিরুদ্ধে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ডা ওমর ফারুক মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়।