দিলোয়ার হোসাইন:
হবিগঞ্জের বানিয়াচংয়ের সর্বস্তরের আলেম উলামাদের উদ্যোগে এবং স্পেক্টা ফাউন্ডেশনের ইউকের সহায়তায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ৯টি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার ২৩ জুন সকালে বিশিষ্ট ব্যবসায়ী ক্বারী কমর উদ্দিনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক আলেম উলামাবৃন্দ বানিয়াচং থেকে নৌকা যোগে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার চাল ডাল তেল আটা ওষুধ সামগ্রী এবং শুকনো খাবার নিয়ে যাত্রা করেন সুনামগঞ্জের শাল্লায় সেখানে এই ত্রাণ সামগ্রী পানিবন্দি বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গ্রামের প্রায় ৮০০ পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় আলেমে উলামাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নাসির উদ্দিন সৌরভ, মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা জাফর আহমদ সিরাজী, মাওলানা মুনতাসির আলম সোহান, মাওলানা জিয়াউল হক খান,মাওলনা শেখ বশির আহমদ, মাওলানা বদরুল আলম আনসারী ,মাওলানা মুনির উদ্দিন,মাওলানা মশিউর রহমান,হাজী মাহমুদ বিশ্বাস প্রমুখ।