রুবেল, মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুর বাজারে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন জাল আটক করে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে ফেলা হয়।
বৃহস্পতিবার ২৩’জুন সকালে ৮৫ পিছ আনুমানিক ২১হাজার ২শত ৫০ মিটার কারেন্ট জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
জাল আটক করে এনে মাধবপুর উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়। এসময় উপস্থিত ছবলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মুঈনুল ইসলাম মঈন, উপজেলা মৎস কর্মকর্তা ফরিদুল হক, উপজেলার আরো অন্যান্য কর্মচারী বৃন্ধ।
উপজেলা মৎস কর্মকর্তা ফরিদুল হক বলেন, উন্মোক্ত জলাশয়ের মা এবং রেনু জাতীয় মাছ রক্ষাত্রে উপজেলা মৎস অফিসের এ ধরণের অভিযান আব্যহত থাকবে।