দিলোয়ার হোসাইন, বানিয়াচং থেকে:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৪ নং মুরাদপুর ইউনিয়নের পানিবন্দি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেছেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
(২৩জুন )বৃহস্পতিবার হাওর এলাকার খ্যাত মুরাদপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন এবং আশ্রয়কেন্দ্রে আগত বিভিন্ন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণের সময় জেলা প্রশাসক সাথে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ , মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার , থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক বন্যায় দুর্গতদের বলেন,ধৈর্য ধারন করতে সরকার তাদের পাশে আছে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।