স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১ শ’ পিছ ইয়াবা সহ সাগর মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকার স্কয়ার কোম্পানির পাশে পূবালী ব্যাংকের সামন থেকে দুপুর ২ঃ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত সাগর মিয়া মাধবপুর উপজেলার ১১ নং বাঘাসুরা ইউনিয়নের রিয়াজ নগর গ্রামের অনু মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।