আব্দুর রাজ্জাক রাজুঃ
সারাদেশের ন্যায় চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
(২৩ জুন)বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে স্মরণ করে দলের নেতা কর্মিরা এবং কেট কাটেন জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর সহ অনেকেই ।
দলীয় নেতাকর্মীরা পৌর শহরে আনন্দ র্যালী করে মধ্য বাজারে পথ সভায় মিলিত হয়।
পথ সভায় উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আনোয়ার আলীর পরিচালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এম আকবর হোসাইন জিতু’র সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়ন এবং সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।