বাহার উদ্দিন, লাখাই থেকে :
লাখাইয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান এর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত এলাকা ও বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বুধবার (২২ জুন/২২) লাখাই উপজেলা বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিন পরিদর্শন করেন এবং বন্যা আশ্রয় কেন্দ্র বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার বামৈ ইউনিয়নের কালাউক উচ্চবিদ্যালয়ে স্থাপিত আশ্রয় কেন্দ্রে ত্রান বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,বামৈ ইউনিয়নের চেয়ারম্যান আজাদুর রহমান ফুরুক সহ সংসলিস্ট কর্মকর্তাগন।