বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নগর ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট পেশাজীবী পরিষদের আহবায়ক লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীরের সভাপতিত্বে সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হক, জমিয়তে উলামার কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মানবাধিকার সোসাইটি সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট আল আসলাম মুমিন প্রমুখ।
দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু ও সিলেট পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।