নিজস্ব প্রতিবেদক :
ঈদুল আজহা আসতে মাস খানেকের চেয়েও কম আছে। এরই মাঝে সবাই গরু মোটাতাজা করন নিয়েই ব্যস্ত আছেন। এদিকে ঈদের বাজার সন্নিকটে আসতে না আসতেই সুরাবই গ্রামে গরু চুরি দিন দিন বেড়েই চলছে।
শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মালই মিয়ার পুত্র জসিম মিয়া কোরবানির হাটে বিক্রি করার জন্য দুই বছর ধরে ষাড়সহ গাভী পালন করে আসছেন। গত ১৫-২০ দিন আগে রাত তিনটায় গরু ঘরে বিকট শব্দ শুনতে পান, তাড়াহুড়ো করে উঠে দেখেন তার গরু ঘরের দরজা খোলা, সব গরু বাহিরে বাধা আছে আর বড় ষাড়টি গোয়াল ঘরে নেই। পরে রাতে খোজাখুজি করে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ছাড়া অবস্থায় ষাড়টিকে খুজে পেলে ফেরত নিয়ে আসেন।
এই ঘটনার মাস না পেরুতেই গত রবিবার (১৯ জুন) জসিম মিয়ার ২ টি গাভী ও একটি বকনা বাছুর চুরি হয়েছে। একসাথে তিনটি গরু হারিয়ে জসিম মিয়া দিশেহারা হয়ে পড়েছেন। এই বিষয়ে জসিম মিয়া শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সুরাবই গ্রামে গরু চুরির খবর ছড়িয়ে পড়লে অনেকেই গরু পালন না করে বিক্রি করে ফেলছেন। সারাবছর গরু পালন করে যারা কোরবানির হাটে বেশি দামে বিক্রি করবেন বলে আশা করে আসছিলেন তারা চুরের উপদ্রবে হতাশ হয়ে পড়েছেন।
সুরাবই গ্রামের মাছুম মিয়া জানান, বাড়ির পাশেই মহাসড়ক থাকায় চোরেরা সহজেই গরু চুরি করে পালিয়ে যেতে পারে, যাদের গরু আছে রাতের বেলা পাহারা দিয়ে রাখতে হবে।
গরু চুরি থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।