বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
টানা কয়েকদিনের ভারী বর্ষন ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের বাহুবল উপজেলার দুই ইউনিয়ন সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তম্মধ্যে স্নানঘাট ও সাতকাপন ইউনিয়নের অনেক ঘর-বাড়িতে প্রবেশ করেছে পানি। নিমজ্জিত হয়ে গেছে রাস্তা-ঘাট। শিক্ষা -প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম। বানের পানি প্রবেশ করায় আতঙ্কে রয়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সাতকাপন ও স্নানঘাট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে আতংক। বন্যার পানি বাড়িতে চলে আসায় দুর্ভোগের মুখে রয়েছেন মানুষ। এ বিষয়ে স্নানঘাট ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন রাহীন জানান, তার ইউনিয়নের বেশিরভাগ মানুষ পানি বন্দি রয়েছেন। এতে দুর্ভোগের সম্ভাবনা দেখা দিয়েছে। তাই তিনি জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেন।
অপরদিকে বাহুবল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত খরস্রোতা করাঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে ভাদেশ্বর ও বাহুবল সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত সয়লাব হয়ে গেছে। করাঙ্গী নদীর পূর্ব তীরে প্রতিরক্ষা বাঁধ না থাকায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে ওই এলাকার গ্রামগুলি ক্ষতিগ্রস্থ হয়।