বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন হাওরে হু-হু করে বাড়তেছে বানের পানি।
বিভিন্ন ইউনিয়নের বসতবাড়ি,আমনের জমি,গুরুত্বপূর্ণ রাস্তাঘাট,মাছের খামার বানের পানিতে তলিয়ে গেছে।
ইতিমধ্যে বন্যার্তরা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় গ্রহণ করেছেন।
সরকারিভাবে তালিকা করে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বড় রকমের বন্যার আশংকা করছেন সাধারণ মানুষজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮শত ৫৬ টি পরিবার ৫৬ টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য এডঃআব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ইউএনও পদ্মাসন সিংহ,পিআইও মলয় কুমার দাস,ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস প্রমূখ।