বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে সর্বশেষ বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বানের পানি বৃূদ্ধি অব্যাহত থাকায় লাখাই উপজেলার ৬ টি ইউনিয়নের বোনা আমন ও আউশধান তলিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন মৌসুমী সব্জিও তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে ডাটা, পুঁইশাক, ঢেঁড়শ, বরবটি, শশা,লাউ,কুমড়া, কলা,আখ, ঝিঙা সহ সব্জির ক্ষেত তলিয়ে গেছে।
প্রতিটি ইউনিয়নের নিন্মাঞ্চলের ঘর- বাড়ীতে হাঁটু, কোমর সমান পানি প্রবেশ করায় অনেক পরিবার তাদের আত্বীয় স্বজনদের বাড়ীতে আবার কেউবা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কৃষকের গোলার ধান ও গবাদিপশু নিয়ে পড়েছে বিপাকে। খড়ের গাঁদা তলিয়ে যাওয়ায় গবাদিপশু খাদ্য সংকট দেখা দিয়েছে।
বিভিন্ন সরকারী শিক্ষা প্রতিষ্ঠান যেমন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় পানি প্রবেশ করেছে আবার কোনটিতে প্রবেশের উপক্রম। এদিকে বানের তোড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা হুমকির সন্মুখীন। অনেক সড়কে ভাংঙ্গন দেখা দিয়েছে।
বানের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জলমগ্ন বাড়ীঘরের প্রায় ৩ শতাধিক লোক বিভিন্ন আশ্রায় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় এবং প্রতিষ্ঠানের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় ইতিমধ্যে ৫টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে।
এ ব্যাপার সোমবার (২০ জুন )উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সাথে আলাপকালে জানান, লাখাই সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। তবে আশার কথাহলো বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আমরা বন্যার ক্ষয় ক্ষতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছি। বুল্লা ও লাখাই ইউনিয়নের বন্যা উপদ্রুত এলাকার দূর্দশা গ্রস্থদের খোঁজ খবর নিচ্ছি। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরন করছি।