মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতায় ৩০জন মাদরাসা ও স্কুলের মাধ্যমিক প্রধান শিক্ষকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২০ জুন) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিট’র আয়োজনে উপজেলা পরিষদের স্বচ্ছতা কনফারেন্স হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহমুদ পারভেজ সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও পরিবার পরিকল্পনার অফিস সহায়ক।