আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
হবিগঞ্জের নবীগঞ্জেও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বন্যা। গত কয়েক দিনের উজানের পাহাড়ি ঢল এবং প্রবল বর্ষণে কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নবীগঞ্জ উপজেলার অনেক এলাকা প্লাবিত হয়েছে। ইতোমধ্যে কিছু স্থানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
এদিকে, উপজেলার কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে রাধাপুর, ফাদুল্লাহ, পাহাড়পুর, পারকুল, দুর্গাপুর, উমরপুর গ্রামে বন্যার পানি প্রবেশ করছে। উপজেলার দীঘলবাকের মাধবপুর, পশ্চিম মাধবপুর ও গালিমপুর গ্রাম পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা ইনাতগঞ্জ সড়ক ডুবে দ্রুতগতিতে পানি প্রবেশ করছে বিভিন্ন গ্রামে। এ ছাড়াও করগাঁও ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে কুশিয়ারা পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। নবীগঞ্জে বাঁধ উপচে পানি প্রবেশ করছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে বিষধর সাপের উপদ্রুপ মারাত্মক ভাবে দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার শহীদ সাবাজ আলী সড়ক ও বানিয়াচং সড়কে দুটি বিষধর সাপ মেরেছে স্হানীয় লোকজন।
নবীগঞ্জ উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, ‘সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে, পানি দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নে প্রবেশ করছে। পানিবন্দি অবস্থায় যারা আছেন তাদের উদ্ধারে প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে নবীগঞ্জ উপজেলার পাহাড়পুর, রাধাপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে ও ইনাতগঞ্জ-কসবা সড়ক ডুবে পানি বিভিন্ন গ্রামে প্রবেশ করছে। ইতোমধ্যে নৌকা প্রস্তুত রাখা হয়েছে। বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার দেয়া হচ্ছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।
এদিকে উপজেলার গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে প্রায় ৮৫ টি পরিবার এবং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ১৫ টি পরিবার আশ্রয় নিয়েছেন। শনিবার দুপুরে ওই দুই আশ্রয় কেন্দ্রে দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া শুকনো খাবার বিতরণ করেছেন।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ রিপার্ট লেখা পর্যন্ত শেষ খবরে জানাগেছে উপজেলার ভাটি অঞ্চল খ্যাত বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাল্লা জগন্নাথপুর বাজার সংলগ্ন জায়গা দিয়ে দ্রুত বেগে পানি প্রবেশ করছে। স্থানীয় লোকজন পানি প্রবেশ টেকাতে কাজ করছেন।