বিশেষ প্রতিনিধি :
দিন ব্যাপী টানা বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় নাখাল পৌর শহরবাসী। নিচু এলাকার বেশীরভাগ বাড়ী ঘরে পানি ডুকে পড়েছে সার্কিট হাউজ, পুরাতন বাসস্টেন্ড, অনন্তপুর ও হাসপাতাল এলাকার পানি প্রবাহিত হয় উত্তর অনন্তপুর বড় ড্রেস দিয়ে। কিন্তু সম্প্রতি ড্রেনের উপর দোকান নিমার্ণ করার কারণে এসব এলাকার পানি প্রবাহিত হয়না। যার কারণের পুরো মোহনপুর সামান্য বৃষ্টি হলেই ডুবে যায়।
এমতাবস্থায় শুক্রবার বিকাল ৪টার সময় উত্তর মোহনপুর এলাকার প্রায় শতাধিক মানুষ জেলা প্রশাসনের বাসভবনের সামনে এসে জড়ো হয়। পরে সাবেক কমিশনার আলমগীর মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে দেখা করে বিস্তারিত তুলে ধরেন।
তাৎক্ষনিক জেলা প্রশাসনের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী ঘঠনাস্থলে গিয়ে স্লাব ও দোকান তুলে দেন। খবর পেয়ে পৌর মেয়র আতাউর রহমান সেলিমও উপস্থিত হন।
এবিষয়ে মিন্টু চৌধুরী বলেন, জেলা প্রশাসকের নির্দেশে পৌরসভার শ্রমিকদের নিয়ে দোকান উচ্ছেদ করে ড্রেন পরিস্কার করা হয়েছে। আশা করছি জলাবদ্ধতা কমে যাবে।