বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে লাখাই উপজেলার হাওড়সহ বিভিন্ন জায়গায় পানি বৃদ্ধি পেয়েছে।
এমতাবস্থায় লাখাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন উপজেলার বুল্লা ইউনিয়ন, লাখাই ইউনিয়নের হাওড়াঞ্চলে পানি বৃদ্ধির সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আলী নূর উপস্থিত ছিলেন।
জানা যায়, লাখাইয়ে উজানের সিলেট, সুনামগঞ্জের আকষ্মিক বন্যা পরিস্থিতির অবনতি ও টানা ভারী বর্ষনের ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উঠতি আউশ ও বোনা আমন ধানের বিস্তীর্ণ ফসলের মাঠ তলিয়ে গেছে।
শুক্রবার (১৭ জুন) সকাল থেজে চলমান ভারী বর্ষনে লাখাইর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১৫০ হেক্টর আউশ ও বোনা আগমনের জমি তলিয়ে গেছে বলে জানা যায়।
এর মধ্যে আউশ ৪০ হেক্টর এবং আমন ১১০ হেক্টর। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় চলতি বছর বোনা আমন এর চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৪০০০ হেক্টর এবং আউশের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিল ২৫০০ হেক্টর। বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা কষি অফিসার শাকিল খন্দকার জানান আকস্মিক বন্যা ও টানা বর্ষনে লাখাইয়ে প্রায় ১৫০ হেক্টর আউশ ও বোনা আগমনের জমি তলিয়ে গেছে।