লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা ও রেনুপোনা নিধন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) লাখাইর বুল্লা ইউনিয়নের বুল্লা হাওরে দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ উদ্দীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নিষিদ্ধ ২টি বেড় জাল ও ২০টি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক দৈর্ঘ্য ৫০০০ মিটার।
জব্দকৃত জাল উপজেলার স্থানীয় বুল্লা বাজার এনে জন সম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, বুল্লাবাজার ইউনিয়নের বীট অফিসার এস,আই,সোহাগ ফকির,সহকারী মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দীন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন, বুল্লাবাজার ব্যকস এর সাবেক সভাপতি মোঃ বাদশা মিয়া,সাবেক মেম্বার জাহারুল ইসলাম তাউস, দুলাল মেম্বারসহ বাজারের লোকজন।
এছাড়া বাজার এলাকায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা ও রেনু পোনা নিধন বন্ধে গন সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
অভিযানকালে একজনকে একটি মামলা দিয়ে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।