বাহার উদ্দিন, লাখাই থেকে :
লাখাইয়ে ৩ দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২২ এর উদ্ভোধন করা হয়েছে।
“বছরব্যাপী ফলচাষে,অর্থ পুষ্টি দুই আসে এ স্লোগান কে সামনে রেখে জাতীয় ফলমেলা-২০২২ বৃহস্পতিবার (১৬ জুন/২২) দুপুরবেলা লাখাই উপজেলা প্রাঙ্গনে উদ্ভোধন করা হয়েছে। লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী ফলমেলা-২০২২ এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, উদ্ভিদ সংরক্ষকবিদ জ্যোতি রন্জন,উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য,সাইফুল ইসলাম সহ কর্মকর্তাগন।
মেলায় প্রায় ৩০ ধরনের দেশীয় মৌসুমী ফলমূল স্থান পায়।এ মেলা আগামী ১৮ জুন পর্যন্ত চলবে।