লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে চার কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের এস,আই ফজলে রাব্বি এর নেতৃত্বে বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৭.৪৫ এ অভিযান চালিয়ে উপজেলার বামৈ তিনপুল নামক স্থান থেকে ৪ কেজি গাঁজাসহ সংশ্লিষ্ট দুই জনকে আটক করে।
আটককৃতরা হলেন নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের ফজলু মিয়ার ছেলে রিপন মিয়া(২৪) এবং খোরশেদ আলীর পুত্র জালাল মিয়া(২৮)। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।