সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ জুন (বুধবার) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে সারা দিন ব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম।
এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভাচুর্য়ালি যুক্ত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান ও মূল উপস্থাপক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানাজর্ী।
হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রতিটি গ্রুপে ৫জন করে মোট ১০টি গ্রুপ নিধার্রণ করা হয়।
প্রশিক্ষণে অংশ নেন উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকতার্-কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক, হাইস্কুলে প্রধান শিক্ষক ও কলেজ অধ্যক্ষ।