নিজস্ব প্রতিবেদক :
সারা দেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে ডিজিটাল পদ্ধতিতে “জনশুমারী ও গৃহ গণনা-২০২২” এর গণনার কাজ আরম্ভ হয়েছে। ১৫ই জুন থেকে শুরু করে ২১শে জুন পর্যন্ত এই গণনার কাজ চলবে।
এই গণনার কাজে নূরপুর ইউনিয়নে ৩৮ জন গণনাকারী ৭ জন সুপারভাইজার, ব্রাহ্মণডোরা ইউনিয়নে ৬৩ জন গণনাকারী ও ১০ জন সুপারভাইজার, ১ জন আইটি সুপারভাইজার মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সবার তথ্য সংগ্রহ করবেন। এই বিষয়ে ২নং জোনের জোনাল অফিসার বাসিত চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, ১৪ই জুন রাত ১২ টায় ছিন্নমূল ও ভাসমান জনগোষ্ঠীদের গণনা করার মাধ্যমে এই শুমারীর কাজ শুরু হয়।
এ বিষয়ে নূরপুর এলাকার সুপারভাইজার শেখ সোহানুর রহমান দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, আজ থেকে শুরু হওয়া এই “জনশুমারী ও গৃহ গণনা-২০২২” এর গণনাকাজে সকলের অংশগ্রহণে আমরা একটি সঠিক ও নির্ভূল তথ্য সংগ্রহ করতে সক্ষম হব। এই লক্ষে আজ সকাল থেকে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে গণনার কাজ শুরু করেছি। সকল গণনাকারীরা আন্তরিকতার সাথে এই কাজে অংশগ্রহণ করছে।
উল্লেখ্য যে, গত ৪ঠা জুন নূরপুর ইউনিয়ন এবং ৯ই জুন ব্রাহ্মণডোরা ইউনিয়নের সকল গণনাকারী ও সুপারভাইজারদের ৪দিন ব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়।