রুবেল,মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনস্থ কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা(সিএমসি) মিটিং অনুষ্টিত।
মঙ্গলবার (১৪ই জুন) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স হল রুমে নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সঞ্চলনায় সভা শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্ধ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সুশীল সমাজ প্রতিনিধিগন, ক্লাব সদস্যদের অভিভাবকবৃন্ধ, কিশোরর-কিশোরী ক্লাবের সুপারভাইজার, জেন্ডার প্রোমোটার সহ আরো অনেকে।
সভায় বক্তাদের বক্তিতায় উপজেলার পৌরসভা এবং ইউনিয়নের ১২টি ক্লাবের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। ক্লাবের বিভিন্ন ভাল দিখ গুলো তুলে ধরেন। কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে ছেলেমেয়দের কি কি শিক্ষা লাভ করতে পারবে তা আলোচনা করা হয়।