বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাই উপজেলার বিশিষ্ট সাংবাদিক লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম.কম শেষ বর্ষের ছাত্র বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদের সদস্য প্রোটন দাশ গুপ্তের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার স্বজনগ্রাম নিহত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের নিজ বাড়িতে লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ সভাপতিত্বে লাখাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল আহমেদের পরিচালনায় শোক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোকসভা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন লাখাই লাখাই প্রেসক্লাবের সাবেক সাধারণ মাওলানা জালাল আহমেদ সম্পাদক, হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক লুৎফুনাহার মিলি, দপ্তর সম্পাদক ইমদাদ মোহাম্মদ, জেলা ছাত্র ইউনিয়ন নেতা আনাস মোহাম্মদ, গোতম রায়, , লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ইমরান, স্বগতম বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত প্রমুখ।
পরে নিহত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক প্রোটন দাশ গুপ্তকে ১৯৯৯ সালের ১৪ই জুন রাতে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্বজন গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন তিনি। তার পিতার ডাঃ সুভাষ দাশ গুপ্ত ও মাতা রেনু বালা দাশ গুপ্তা।
সাংবাদিক প্রোটনের ছোট ভাই সাংবাদিক আশীষ দাশ গুপ্ত জানান ঐদিন পারিবারিক ভাবে উনার বিদায়ী আত্মার শান্তি কামনায় লাখাই শ্রীশ্রী হরিসংঘ মন্দিরে গীতা পাঠ অনুষ্ঠিত হয়।