মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামনগর গ্রামে বসত ঘর থেকে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ শীর্ষ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সামীন্নবী চৌধুরী জানান, মঙ্গলবার(১৪জুন)গোপন সুত্রে খবর পেয়ে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার শাহজাহান এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামে পুরাতন বসত ঘরে(মাটির ঘরে)অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ আলী(৬০) কে সাড়ে ৬ কেজি গাঁজা ও ২৪৬ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের মৃত হেকিন আলী চৌকিদারে পুত্র। আটককৃত মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরোদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে বিজিবি বাদি হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।