নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জে দিন ব্যাপি হজ্জ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন সোমবার সকাল ১১ টায় উপজেলার নাজমা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খোয়াই এয়ার ট্রাভেলস স্বত্বাধিকারী ও খোয়াই হজ্ব কাফেলার মোয়াল্লিম মাওলানা মুফতি আলহাজ্ব মোহাম্মাদ আবুল হাশিম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে এবং তাঁরই সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় উপস্থিত থেকে কর্মশালা পরিচালনা করেন আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন রুমি।
হজ্জ্বের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও হজ্জ্ব আদায়ের সার্বিক নিয়মকানুন নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত ও বয়ান প্রদান করেন যথাক্রমে কর্মশালার মুখ্য আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা আলহাজ্ব মুফতি ইরফান আলী, মাওলানা কাজী আব্দুল কাইয়ুম, মাওলানা মাহমুদুল হাসান, আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আলহাজ্ব মাওলানা মুফতি শেখ জামাল আহমদ, ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন, আলহাজ্ব আব্দুল হালিম , মাও: আবু আলী।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রশীদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান।
এ বছর হজ্জ্বে হবিগঞ্জ জেলা থেকে সরকারি বেসরকারি ভাবে ৩১২ জন অংশগ্রহণ করছেন।
এ বছর কেবলমাত্র খোয়াই এয়ার ট্রাভেলস শায়েস্তাগঞ্জ থেকে ১১৩ জন অংশ গ্রহণ করছেন।আগামী ১৮ জুন সকাল ১০ টায় বাংলাদেশ ইয়ার লাইন্সে মক্কার উদ্যেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।