নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সীমান্ত দিয়ে বিদেশে পাচারের জন্য সংরক্ষণ করা একটি তক্ষক উদ্ধার করে বনে অবমুক্ত করেছে র্যাব ।
তবে পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি র্যাব।
রোববার (১২ জুন) উপজেলার পূর্ব বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তকক্ষটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত তক্ষকটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহকারি পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল নোমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিলুপ্ত প্রায় তক্ষকটি সীমান্ত দিয়ে পাচারের জন্য শায়েস্তাগঞ্জে সংরক্ষণ করা হয়েছিল।
তক্ষকটিকে সুযোগ বুঝে পাচার করার চেষ্টায় ছিল পাচারচক্র।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটিকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বলেন উদ্ধার হওয়া তক্ষকটি কে বনে অবমুক্ত করা হয়েছে। এর ওজন প্রায় ১৫০ গ্রাম ও ১১ ইঞ্চি লম্বা ছিল।