আলমগীর কবির, মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯জুন) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতা কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে শুরুতেই কর্মশালার দিকনির্দেশনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এই অগ্রগতি আরও উন্নতি করার জন্য এই সকল উদ্ভাবনী উদ্যোগে আমাদের সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সভাপতিত্বে বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ১০টি উদ্যোগে মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। নারী ক্ষমতায়নের দিকে নারীরা অনেক দূর এগিয়ে গেছে। সর্বক্ষেত্রে এখন নারীতের সম্পৃক্ততা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চান প্রতিটা সেক্টরে নারীরা থাকুক।
তিনি আরো বলেন আশ্রয়ের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি মানুষও গৃহহীন থাকবে না। মানুষ যখন আশ্রয় পাবে তখন আমাদের মাথাপিছু আয় আরো বাড়বে। জিবন যাত্রা মান বাড়ে। শিক্ষার ক্ষেত্রে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।
এসময় উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপন করেন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, মেডিকেল অফিসার ডা তারেক, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ সেলিম, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা দিনব্যাপী কর্মশালায় ১০ গ্রুপে ৫০ জন সদস্য এতে অংশগ্রহন করেন।