এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন সভাপতি, চৌধুরী মিজবাহুল বারী লিটন সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার :
সুজন-সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকাল ৪ টায় শহরের ফুড ভিলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজন হবিগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সহভাপতি মীর গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও মোতালিব তালুকদার দুলালের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ বদর উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট বিজন বিহারি, হাঙ্গার প্রজেক্ট ও সুজন সিলেট বিভাগীয় সমম্বয়কারী মোজাম্মেল হক, সুজন হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সদর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল কাদির কাজল, সাংবাদিক নায়েব হোসাইন, শায়েস্তাগঞ্জ পৌর শাখার সম্পাদক ও দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি মামুন চৌধুরী, লাখাই উপজেলা শাখার সম্পাদক বাহার উদ্দিন, সদস্য আব্দুল ওয়াহেদ, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি দেওয়ান শোয়েব রাজা, সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, বহুলবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামসুদ্দীন আহমেদ, মহিউদ্দিন, আলাউদ্দিন তালুকদার, জেলা শাখার সাবেক নির্বাহী সদস্য আজিজুল ইসলাম, রুমান মিয়া, সাংবাদিক সৈয়দ মশিউর রহমান, এম এ হান্নান, নাছিমা আক্তার, মজনু মিয়া, সালাউদ্দিন আহমেদ, রহমত আলী প্রমূখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজনকে সভাপতি ও চৌধুরী মিজবাহুল বারী লিটনকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে সকলের মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
—