বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত।
বুধবার (৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মিন্টু চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
কর্মশালায় জনপ্রতিনিধি,বিভিন্ন বিভাগের কর্মকর্তা,এন,জি,ও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জনগনের প্রভূত উন্নয়ন সাধিত হচ্ছে।দেশ এগিয়ে যাচ্ছে।
এ কর্মশালার মাধ্যমে প্রতিটি উদ্যোগের এলাকাভিত্তিক কর্মপরিকল্পনা প্রনয়ন সহজতর হবে।এক সময় উচ্চ পর্যায়ে পরিকল্পনা প্রনয়ন করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়িত হতো।
এতে এলাকার চাহিদার প্রতিফলনে ব্যত্যয় ঘটতো।বর্তমানে মাঠ পর্যায়ের বাস্তবতার নিরিখে পরিকল্পনা গ্রহন করা হচ্ছে।