নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা ও বহুলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মরহুম শহীদুল ইসলাম আরজু মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামীলীগ পোদ্দারবাড়ী আঞ্চলিক কমিটি।
মঙ্গলবার বিকেল বহুলা গ্রামে অবস্থিত সরকারী শিশু পরিবারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আওয়ামীলীগ পোদ্দারবাড়ী আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তানভীর আহমেদ জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক।
আলোচনায় অংশ নেন গোপায়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মস্তোফা কামাল আজাদ রাসেল, সামছুজ্জামান চৌধুরী, জাহির মিয়া, সৈয়দ হোসেন, জাকারিয়া চৌধুরী, শামীম মিয়া, আহমদ আলী, আছকির মিয়া, আলমগীর হোসেন, ডা. মুখলেছুর রহমান, সামছুল ইসরাম, সাহাব উদ্দিন, আব্দুল হাই, আব্দুন নুর, ইউছুফ আলী ও আরজু মিয়ার সন্তান আমিনুল ইসলাম প্রমুখ।
পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।