বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডে আহত বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান সুমন মিয়া (২০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার পিতা সিরাজ মিয়া মারা যাওয়ার পর সে-ই ছিল পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। সোমবার দুপুরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তার পারিবারিক সূত্রে জানা যায়, গত ঈদুল ফিতরের পরে জিবিকার তাগিদে চট্টগ্রামে চলে যায় সুমন মিয়া এবং বিএম কনটেইনার ডিপোতে আটজনের সঙ্গে শ্রমিক হিসেবে কাজ নেয় । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেখানে কর্মরত অবস্থায় গত শনিবার দিবাগত রাতের অগ্নিকাণ্ডে তার দুই পায়ে গুরুতর কাঁটাসহ মাথা, দুই হাঁটু, বুক ও পিট সহ সারা শরীর ক্ষত-বিক্ষত হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার তাকে বাড়িতে এনে সোমবার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সংশ্লিষ্ট চিকিৎসক বলছেন তার উন্নত চিকিৎসা করানো দরকার।
বিষয়টি নিশ্চিত করে একই গ্রামের বাসিন্দা বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নুর জানান, চিকিৎসা ব্যয় বহন করা সুমন মিয়ার পরিবারের পক্ষে কষ্টকর।