লাখাই প্রতিনিধি :
লাখাই উপজেলার তরুনদেরকে অনলাইনে আয়ের পথ খুলে দিতে সরকারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘লাখাই ইন্সটিটিউট অব ফ্রিলান্সিং এন্ড আউটসোর্সিং’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
৬ জুন ( সোমবার) প্রতিষ্ঠানটির উদ্ভোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম এবং আলেয়া বেগম।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির প্রধান প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা ফ্রিলান্সার ফয়সল আহমেদ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম।