শেখ হারুন,চুনারুঘাট থেকে :
চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাজীগঞ্জ বাজারের ফুল মিয়ার রড-সিমেন্ট ও ইলেকট্রনিক মালামালের দোকানের সাটারের তালা ভেঙ্গে নগদ অর্থসহ মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে দোকান মালিক ফুল মিয়ার ছেলে ফয়ছল মিয়া জানান,প্রতিদিনের ন্যায় রাত ১১ টার পর তিনি দোকানে তালা দিয়ে বাড়িতে যান। পরের দিন সকালে দোকানে গিয়ে দেখেন দোকানের তালা ভাঙ্গা।
এসময় তিনি দোকানের সাটার খুলে ভিতরে প্রবেশ করেন।ফয়ছল মিয়া বলেন,রাতের কোন এক সময় চোরেরা তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেছে।তাঁর দোকানের নগদ ৭ হাজার টাকা ও ইলেক্ট্রনিক পণ্যসহ ৬০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।
এসময় চোরেরা পার্শ্ববর্তী সোহেল মিয়ার দোকানের তালা ভাঙ্গারও চেষ্টা করেছে।
ফয়ছল মিয়া বলেন,ওই রাতের চুরির ব্যাপারে পাহারাদার প্রথমে একজন চোরের নাম বললেও পরে তিনি অস্বীকার করেন।পাহারাদারের রহস্যঘেরা আচরনে বাজার ব্যবসায়ীসহ স্থানীরা রীতিমতো হতাশা।প্রকৃত চোর শনাক্ত ও চুরি বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীবৃন্দসহ এলাকাবাসী।