চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি :
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় এক বিশাল প্রতিবাদ মিছিল উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মধ্য বাজারে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও আঃ সামাদ ম্যাষ্টারের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগর সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাষ্টার, সজল দাশ, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা যুবলীগের সম্পাদক কে এম আনোয়ার হোসেন, তাতীলীগের সভাপতি খন্দকার কবির. ছাত্রলীগের সভাপতি শাহজাহান শামী সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ। এতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, তাতীলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মী ছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।