বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কলেজ শাখার শুভ উদ্বোধন ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম দুদু মিয়া এর সভাপতিত্বে ও স্কুলের গণিত বিভাগের সহকারী শিক্ষক মো. কাউছার উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের যুগ্ম সচিব মো. মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগিয়ে নিজেদেরকে আত্মনির্ভশীল হতে হবে এবং দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। প্রত্যন্ত অঞ্জলে কলেজ প্রতিষ্ঠা হওয়া এই এলাকার শিক্ষার বিস্তার ঘটবে এবং এই এলাকা শিক্ষায় আলোকিত হবে।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও মুরব্বি আতিকুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলায়েত হোসেন, আব্দুশ শহীদ, রমজান আলী মেম্বার, জিতু মিয়া, ডা. বসির আহমদ, সিরাজ মিয়া, ইসহাব আলী, আসাব আলী, গীতিয়া বেগম, আশুগঞ্জ আদর্শ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এম মাহবুব আহমদ, ফখরুল ইসলাম, খসরু মিয়া, ছাদ মিয়া, সাইফুদ্দিন গেদা মিয়া, ছইল মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. হোসাইন আহমদ চৌধুরী, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোছা. নিলুফা ইয়াছমিন তানিয়া, মো. জুমেল আহমদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ।